মানালি’র সিরিয়াল মানেই হিট! ‘কার কাছে কই মনের কথা‘র পর ফের আবার কবে ধারাবাহিকে ফিরবেন শিমুল?

মানালি দে

পর্দায় মানালি দে’র সিরিয়াল মানেই হিট। বৌ কথা কও, নকশি কাঁথা, ধুলোকণা অথবা ‘কার কাছে কই মনের কথা‘ – অভিনেত্রীর প্রতিটি ধারাবাহিক পর্দায় ব্যাপক সাফল্য। ধারাবাহিক ১ বছরের আগেই বন্ধ করে দেওয়া হল এই মেগা।

পর্দায় শিমুলকে টেক্কা দেওয়া খুব কঠিন বিষয়। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ভক্তদের। মানালিকে তার ভক্তদের খুব মিস করবেন পর্দায়। আবার কবে পর্দায় দেখা যাবে তাকে? এক সাক্ষাৎকারে সেই নিয়েই মুখ খুলতে দেখা গেল মানালি-কে।

এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘কোনও প্ল্যানিং নেই। আমি সময়ের সঙ্গে ভেসে যেতে ভালোবাসি। আর নতুন কিছু করলে তো মিডিয়ার কাছেই আগে খবর যাবে।