সদ্যই মুক্তি পেয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি। দাবাং স্টাইলে তাকে দেখা যাচ্ছে এই সিনেমায়। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বর্তমানে বড়পর্দায় চুটিয়ে কাজ করলেও তিনি কিন্তু সিরিয়ালপ্রেমীদের ভীষণ পছন্দের নায়ক।
বিক্রমকে আর ছোটপর্দায় দেখা যাবে কিনা সেই নিয়েই প্রশ্ন থেকেই যায়। সাত পাকে বাঁধা, ইছেনদী, ফাগুন বউয়ের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলে গেছেন। বিশেষ করে ইচ্ছেনদী ধারাবাহিকে তার অভিনীত চরিত্রে অনুরাগ যেন আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।
ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছেন অভিনেতা। নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে বিক্রম যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? এই প্রশ্ন জানতে ইচ্ছুক তাদের ভক্তরা।
এক সাক্ষাৎকারে অভিনেতা এই প্রশ্নের উত্তরে জানান, অভিনেতা না হলে ট্যুর গাইড হতাম। আসলে পাহাড় ভীষণ পছন্দের বিক্রমের। মানুষকে পাহাড় ঘুরিয়ে দেখানোর ইচ্ছে প্রবল রয়েছে তার। তাই অভিনয় জগতে না এলে ট্যুর গাইড পেশার হাত ধরেই সেই স্বপ্ন পূরণ করতেন।