ইন্ডিয়ান আইডল থেকে জেতা ২৫ লাখ টাকা দিয়ে কি করবেন মানসী? নিজেই জানালেন বঙ্গ তনয়া

মানসী ঘোষ

ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ান মানসী ঘোষ। ট্রফি-র পাশাপাশি জিতেছেন ২৫ লাখ টাকাও। তবে পুরস্কারের টাকা কিভাবে খরচ করবেন বলে ভেবেছেন মানসী? সম্প্রতি মানসী ঘোষের ফ্যানপেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়ো নজরে আসে যেখানে মানসীর কাছে প্রশ্ন করা হয় এই ২৫ লাখ টাকা নিয়ে তিনি কী করবেন?

সাক্ষাৎকারে মানসী জানিয়েছেন, ‘আমি যখন ট্রফি নিলাম হাতে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। কিছু বুঝতে পারছিলাম না প্রথমটায় কীভাবে রিয়্যাক্ট করা উচিত আমার। এটা ভীষণ দামি আমার কাছে। আর অবশ্যই খুব খুশি হয়েছিলাম। আমি ভীষণ কৃতজ্ঞ সবার কাছে। তবে হ্যাঁ, সেই সময়টা একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম।’

প্রাইজ মানি প্রসঙ্গে মানসী বলেন, ‘আমার অরিজিনাল মিউজিক বানাব, গানের জন্য যা যা আমাকে করতে হবে, তাতেই এই টাকাটা আমি কাজে লাগাব।’

ছোটবেলা থেকেই মায়ের ইচ্ছেতে গান শিখলেও কোন সময় গানকে ভালোবেসে ফেলে মানসী। ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ান হয়ে গোটা বাংলায় পরিচিতি গড়েছেন মানসী।