‘বাচ্চা ফ্যালফ্যাল করে তাকিয়ে বলছে মা আজকে শুটিংয়ে যেও না…’, মাতৃত্ব নিয়ে কি বললেন পর্দার ‘বিপাশা’ অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

স্নেহা চট্টোপাধ্যায়

অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি এই মুহূর্তে ছোটপর্দার দর্শকের কাছে ‘বিপাশা’ হিসাবে পরিচিত। জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।

হয়ত অনেকেই জানেন না, স্নেহা চট্টোপাধ্যায়ের একটি সন্তানও রয়েছে। অভিনেত্রীর একটি ছোট ছেলে রয়েছে। সন্তান সামলে শুটিং সেটে আসা অতটা সহজ নয়। সমাজে সন্তান সামলে কাজে আসতে হলে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়।

মা হয়ে কিছু কথা বলেছেন জোশ টক বাংলা’র সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেন, “যে দিনগুলোতে শুটিংয়ে যাই সেই দিনগুলোতে যদি কখনও কোনও সময় বাচ্চা বলে যে মা আজকে শুটিংয়ে যেওনা। তখন ওই ওটা পেরিয়ে শুটিংয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। সেটা মায়েরাই বুঝতে পারে যে সেটা কত বড় চ্যালেঞ্জ। যে বাচ্চা ফ্যালফ্যাল করে তাকিয়ে বলছে মা আজকে যেওনা, তোমায় যেতে হবেনা। তারপরে তুমি যাচ্ছো তোমাকে যেতে হচ্ছে তোমায় কমিটমেন্ট এর জন্য সেটা মায়েদের জন্য চ্যালেঞ্জ কিন্তু সেটা গুরুত্বপূর্ণও। কারণ বাচ্চাদের এটা শেখা হয় যে যেটা কমিটমেন্ট সেটা কমিটমেন্ট। সেখানে মা’কে বা বাবাকে বা ভবিষ্যতে আমাকেও সেটা যেতেই হবে, আমাকে সেটা করতেই হবে। কাজ হল উপাসনা। সেটা বাচ্চারও শেখা উচিত।”