‘বিয়ের প্রায় এক বছর হতে চলল, এখনও…’, কোন মন খারাপের কথা জানালেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য?

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

2025 সালে সাত পাকে বাঁধা পড়েছেন টেলি তারকা শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। বিয়ের পর দুজনেই চুটিয়ে সংসার করছে তারা। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবাহিত জীবনের খুঁটিনাটি তুলে ধরেন তারা।

বর্তমানে রুবেল ধারাবাহিকে কাজ করলেও শ্বেতা বিরতিতে রয়েছেন। তবে নিজের ফেসবুক ভ্লগ থেকে তাদের দাম্পত্য জীবনে ঝলক শেয়ার করে নেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী ব্লগে দেখা গেল মন খারাপ শ্বেতার নিজেই শেয়ার করে নেন সেকথা। কারণ অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ করে যারা সিরিয়ালে কাজ করেন তাদের ছুটি পাওয়া মুশকিল। ছুটি মঞ্জুর করতে যথেষ্ট বেগ পেতে হয়। তাই নিজে ছুটিতে থাকলেও স্বামী রুবেলের ছুটি নেই। তাই মন খারাপ শ্বেতার।

ভ্লগে দেখা যায়, মাঝরাত অবধি রুবেলের জন্য অপেক্ষা করে বসে থাকেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা নিজের মনের কথা জানান।

সেই সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন, “বিয়ের প্রায় এক বছর হতে চলল, এখনও আমরা মধুচন্দ্রিমায় যেতে পারিনি। রুবেলের শ্যুটিংয়ের খুব চাপ যাচ্ছে। এই একটাই এখন দুঃখ যে, আমি এখন ছুটি পেয়েছি। কিন্তু ওর ছুটি নেই। না হলে অন্য কিছু পরিকল্পনা করতে পারতাম। ও যদিও রবিবার করে ছুটি নেয়। কিন্তু এখন তো শ্যুটিংয়ের চাপে রবিবারও ছুটি পাচ্ছে না রুবেল। তাই ওই জন্যই মন খারাপ। ও যদি ছুটি পেত তা হলে আরও উপভোগ করতে পারতাম।”