নায়িকা নাকি খলনায়িকা! ছোটপর্দায় এবার কোন ভূমিকায় ফিরছেন মিঠাই খ্যাত তোর্সা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায়

তন্বী লাহা রায়

বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ তন্বী লাহা রায়। ‘তুমি রবে নীরবে’, ‘বেনে বউ’, ‘টেক্কা রাজা বাদশা’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও ‘মিঠাই’ ধারাবাহিক এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। এমনকি বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। তবে মিঠাই ধারাবাহিকের পর ছোটপর্দায় আর দেখা মেলেনি অভিনেত্রীর।

অনেকদিন ধরেই ছোটপর্দায় তার কামব্যকের অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ফিরছেন তন্বী। ফের নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাকে।

এসভিএফ-এর প্রযোজনায় এই ধারাবাহিকে জুটি বাঁধছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। জানা যাচ্ছে, জিতুর বান্ধবীর চরিত্রে দেখা যেতে চলেছে তন্বীকে। তার চরিত্রের নাম ‘মীরা’।

অসমবয়সি প্রেমকাহিনি এই গল্পের মুল প্রেক্ষাপট। এবার পর্দায় জিতু-দিতিপ্রিয়া-তন্বী কে নতুনরুপে দেখার অপেক্ষায় দর্শক মহল।