টলিউড হোক কিংবা বলিউড, ইন্ডাস্ট্রিতে ৫০ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা ছবিতে পা রাখেন অভিনেত্রী। রুপে গুনে, অভিনয়ের দক্ষতায় আজও দর্শকের মণিকোঠায় রয়েছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ কয়েক বছর পর আবারও বাংলা ছবিতে ফিরেছেন অভিনেত্রী। যশ এবং নুসরাতের সাথে একই পর্দায় দেখা যাবে তাকে। ছবির নাম ‘আড়ি’। ছবির প্রচারে ব্যস্ত থাকাকালীনই সাক্ষাৎকারের মুখোমুখি মৌসুমি। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মৌসুমী চ্যাটার্জির ছোট মেয়ে। সাক্ষাৎকারে মায়ের প্রসঙ্গে কি জানালেন মৌসুমি কন্যা?
মেয়ের মুখে মায়ের প্রশংসা শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ক্যামেরার সামনে মায়ের ব্যাপারে বেশকিছু কথা জানতে চাওয়া হয় মৌসুমি কন্যার কাছে। অভিনেত্রীর কন্যা বলেন, ‘আমার মা নিজের সেরাটা করতে পারে, আমার মায়ের মত মানুষ হবে না।’ নিজের মায়ের জন্য গর্বিত সে।