“কাউকে তেল না মেরেই দিব্যি… বেইমানি করা”, রাজার উদ্দেশ্যে কি বার্তা জানালেন স্ত্রী মধুবনি গোস্বামী

অভিনেত্রী মধুবনি গোস্বামী

রাজা গোস্বামি ও মধুবনি গোস্বামী, একসঙ্গে অভিনয় থেকে একসঙ্গে পথ চলা শুরু। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্লগিং এর কাজও সমান তালে চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি পঞ্চমীর সকালে দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিলেন মধুবনি।

রাজার সঙ্গে ছবি পোস্ট করে মধুবনি লেখেন, ‘অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে, মা দুর্গাকে, যে কাউকে তেল না মেরেই দিব্যি চলে যাচ্ছে। বলা ভালো, দমদম নিয়ে চলে যাচ্ছে। যে কোনও কাজের জায়গায়, উপরতলার মানুষকে তেল মেরে চলাটা খুবই কষ্টকর, সত্যি কথা বলতে এক কথায় বিরক্তিকর।’

নিজের ব্যবসার উল্লেখ করে মধুবনী লেখেন, ‘ছোটখাটো হলেও নিজের যদি একটা ব্যবসা থাকে, তাহলে সেই চাপটা আর থাকে না। মা দুর্গাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি এখন সেই ব্র্যাকেটের মধ্যে আর পরি না। আর একজনকে ধন্যবাদ না জানালে, একজনের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করলে মহাপাপ হবে, বেইমানি করা হবে, সে হচ্ছে ওয়ান এন্ড অনলি রাজা গোস্বামী।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘রাজা আমার সামনে না দাঁড়ালে, কোনও কিছুই সম্ভব হতো না। মা দুর্গার কাছে অন্তর থেকে একটাই প্রার্থনা, তুমি শুধু শরীরটা সুস্থ রেখো সবসময়, বাকিটা আমরা খেটেখুটে ঠিক করে নেব। শুভ পঞ্চমী সকলকে। প্রত্যেকের দুর্গা পুজো খুব খুব ভালো কাটুক। দুগ্গা দুগ্গা।’