বাংলা সিরিয়ালে কাজ করে অল্প সময়ে দর্শকমহলে পরিচিতি গড়েছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। পরবর্তীতে মোটা হয়ে যাওয়ার কারণে কাজ পাচ্ছেন না অভিনেত্রী। বাংলায় তেমন কাজ না পেলেও ত্রিপুরায় একটি বিপণনী সংস্থার হোডিংয়ে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রী আপাতত তার সংসার নিয়ে ব্যস্ত। বাকি সময় ভিডিওতে রোজনামচা ব্লগ করেন তিনি।
লাইট ক্যামেরা জগতের বাইরেও অভিনেত্রীর জীবনের অন্ধকার দিকটা হয়ত অনেকেরই অজানা। সম্প্রতি আত্মহত্যা প্রতিরোধ দিবসে নিজের অবসাদের ঘেরা সময়ের কথা শেয়ার করলেন অভিনেত্রী। অনামিকার কথায়,
“সমাজ মাধ্যমে যা দেখা যায়, তার সবটা সত্যি নয়। সেখানে রঙিন ছবি আর নিখুঁত জীবন দেখালেও বাস্তবে অনেকেই নিজের লড়াই লুকিয়ে রাখেন আড়ালে। একসময় আমারও মনে হয়েছিল আর কিছুই করার নেই, কিন্তু পাশে থাকা মানুষ এবং মনোবিদের সহায়তায় সেই সময় কাটিয়ে উঠতে পেরেছিলাম।”
মানসিক চাপে মুড বদলে যাওয়া, আচমকা রেগে যাওয়া একসময় এসবকিছুই জীবনের অংশ হয়ে গিয়েছিল তার। সেইসময় অভিনেত্রীর কাছে আত্মহত্যা অনেক শ্রেয় বলে মনে হয়েছিল। তবে কাছের মানুষদের পাশে থাকা এবং চিকিৎসকের সাহায্য নিয়ে অবসাদের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন অনামিকা।
অভিনেত্রীর মানসিক অবসাদে বরাবরই পাশে ছিলেন স্বামী ও অভিনেতা উদয় প্রতাপ সিং। একসময় হাতে কাজ থাকার জন্য নিজেকেই দোষারোপ করতেন অভিনেত্রী।