আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! হাসপাতালে ভর্তি হওয়ার আগে শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিলেন অহনা?

অহনা দত্ত

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে অভিনেত্রী অহনা দত্ত’র। বাবা মা হতে চলেছেন অহনা- দীপঙ্কর। এবার ধীরে ধীরে সেই দিনটার জন্য অপেক্ষা, যার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলেন এই তারকা দম্পতি। আগামী আগস্ট মাসেই অভিনেত্রী ঘরে আসতে চলেছে নতুন সদস্য।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি অহনার পোস্ট করা ভিডিওতে দেখা গেল আগত শিশুর জন্য জোর কদমে কেনাকাটা করছেন অহনা। সন্তানের জন্য কী কী কেনাকাটা সারলেন অভিনেত্রী?

অহনার কথায়, ‘মোটামুটি একটা চিন্তাভাবনা করে আমরা কিনছি। বেবির জন্য প্রথম শপিং। ভীষণ ভালো লাগছে। ছেলে না মেয়ে, কি হবে সেটা আমরা জানি না তবে কিছু একটা চিন্তা করে আমরা এগোচ্ছি। অনেকেই বলেন এই সময় আগে থেকে কেনা উচিত নয়। কিন্তু আমরা টুকটাক জিনিস কিনে রাখছি। তবে এখনই দেখাবো না কি কিনছি।’

ভিডিও দেখে বোঝাই যাচ্ছে সন্তানের জন্য বেশ কয়েকটি জামা কাপড় কিনে ফেলেছেন অহনা। সদ্যোজাত শিশুর জন্য যা যা প্রয়োজন তা মাথায় রেখেই কিনেছেন প্রয়োজনীয় কিছু সামগ্রীও।