‘মাধ্যমিক পরীক্ষা শেষে বই খাতা ছিঁড়ে উল্লাস! ‘কী শিক্ষা দিয়ে বড় করে তুলেছে?’, ক্ষোভ প্রকাশ অভিনেতা ভাস্বরের

ভাস্বর চট্টোপাধ্যায়

সদ্যই শেষ হয়েছে মাধ্যমিক, পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা আনন্দ উল্লাসে মাতবে এটাই স্বাভাবিক। কিন্তু আনন্দ উল্লাস মানেই কি পড়াশুনার অবমাননা করা? সম্প্রতি নজরে আসে নারকেলডাঙ্গা দেশবন্ধু হাইস্কুলের ছবি। যেখানে ছাত্র-ছাত্রীদের ভয়ানক উল্লাস দেখে রীতিমত অবাক সকলে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও।

কিন্তু কি এমন ঘটেছিল সেখানে? পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা বইয়ের পাতা ছিঁড়ে আনন্দ করছে, সাথে চলে ভাঙচুর। আর এই ঘটনায় নিজের মতামত জানাতে পিছপা হলেন না ভাস্বর । সোশ্যাল মিডিয়ায় বর্তমান প্রজন্মকে নিয়ে তুলে ধরলেন লম্বা পোস্ট।

ভাস্বর তার পোস্টে লেখেন, ‘আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কে জানে? ক’দিন আগে পড়লাম মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর একটা স্কুলের ছাত্র ছাত্রীরা মিলে স্কুলের সম্পত্তি ভাংচুর করেছে। কারণ? তারা স্কুল ছেড়ে যাচ্ছে সেই ফূর্তিতে। আবার সেদিন দেখলাম, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে বইয়ের পাতা ছিঁড়ে কুটিকুটি করে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। অবিশ্বাস্য! এরা কারা? এদের পরিবার কী শিক্ষা দিয়ে বড় করে তুলেছে? বই খাতা নষ্ট করে উল্লাস? একদিন এইসব বাচ্চারা পরিণত হয়ে সমাজ চালাবে? ভাবলেই ভয় হয়।’

ভাস্বরের পোস্টে তাকে অনেকেই সহমত জানিয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘একদমই তাই… পারিবারিক শিক্ষাটাই আসল সমস্যার জায়গা।’