কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

শ্বেতা

দেখতে দেখতে এক বছরে পা দিল জি- বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারবাহিকের ১ বছর পূর্তিতে শ্বেতার বিয়ে নিয়েও মজা আড্ডা দিতে দেখা গেল গোটা টিমকে। রুবেল দাসের সাথে ইতিমধ্যে আশীর্বাদ সেরেছেন অভিনেত্রী। জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

তার মাঝেই টেলি পাড়ায় আচমকাই গুঞ্জন উঠেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নাকি আগামীদিনে আর দেখা যাবে না শ্বেতা ভট্টাচার্যকে। গল্পের নায়িকার নাকি মুখ বদল হবে। বিয়ের জন্যই নাকি ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন শ্বেতা। এই খবর কতটা সত্যি। নিজেই এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেত্রী।

ধারাবাহিক ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠতেই অবাক হয়ে যান শ্বেতা। এই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এ বার শ্যামলী নিজে দাঁড়িয়ে থেকে অনিকেতের বিয়ে দেবে। এমন টানটান উত্তেজক মুহূর্তে অভিনয় ছেড়ে সরে যাব! হয়? আসলে ধারাবাহিক সফল বলেই এত রটনা ধারাবাহিক ছেড়ে কোথাও যাচ্ছি না’।