বাংলা ধারাবাহিকের জনপ্রিয় লেখিকা হল লীনা গাঙ্গুলি। তার লেখায় জাদু রয়েছে এমনটাই মনে করেন সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা। তাই তো তার সাথে কাজ করা টেলি ইন্ডাস্ট্রি শিল্পীদের স্বপ্নের মতো।
জল নূপুর, ইচ্ছে নদী, শ্রীময়ী, ধুলোকণা, চোখের তারা তুই , মোহর, খড়কুটো, চিরসখা র মতো একাধিক আইকনিক ধারাবাহিকর সৃষ্টিকর্তা তিনি। লীনা ধারাবাহিক মানেই কোনও না কোনও চরিত্র লাইমলাইটে উঠে আসবেই।
তবে এই ম্যাজিকের পিছনে রহস্য কি? একসময় এক সাক্ষাৎকারে লেখিকাকে প্রশ্ন করা হয় তার ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে রহস্য নিয়ে। উত্তরে লীনা গাঙ্গুলি জানান, ‘দর্শকের ভালো লাগেনি বলে কোনওদিনও গল্পের ট্র্যাক চেঞ্জ করেননি তিনি। বরং মূল অভিনেত্রী ভালো না করলে, ধারাবাহিকের অন্য অভিনেত্রীকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং গল্প এগিয়ে নিয়ে গেছেন। সেই কারণেই তার গল্পের সাবট্রেকও বেশিরভাগ হিট”।