মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছেন ছোটপর্দার দুর্জয়? নিজেই মুখ খুললেন স্বয়ং অভিনেতা অর্কপ্রভ রায়

অভিনেতা অর্কপ্রভ রায়

বাংলা টেলিভিশনের হিট নায়ক অর্কপ্রভ রায়। এই মুহূর্তে ‘তোমাদের রাণী’ ধারাবাহিকের হাত ধরেই কেরিয়ারে মোড় ঘুরেছে তার। সেইসাথে বেড়েছে প্রচুর ফ্যান ফলোয়ারও। পর্দায় তাকে স্টোথোস্কোপ হাতে ডাক্তারি করতে দেখা গেলেও, বাস্তবে পড়াশোনায় কতদুর এগিয়েছেন নায়ক?

সম্প্রতি ফল প্রকাশ পেয়েছে মাধ্যমিকের। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছে অভিনেতা। তবে নিজে মাধ্যমিকে কেমন ফল করেছিলেন অর্কপ্রভ?

এই প্রসঙ্গে উত্তর দিতে কোনরকম লুকোচুরি না রেখেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে নেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘আমি মাধ্যমিক নয়, ICSE বোর্ডের এক্সাম দিয়েছিলাম। খুব একটা আহামরি কিছু ফল হয়নি, আমি ৫৪% নম্বর পেয়েছিলাম। এরপর কমার্স নিয়ে পড়াশোনা করেছি’।

যদিও ক্লাস টেনের বোর্ড এক্সাম নিয়ে কোন চিন্তাই করতে হয়নি তাকে। অভিনেতা আরও বলেন, ‘আমি রেজাল্ট নিয়ে খুশি-অখুশি কোনওটাই হইনি। পাশের চেয়ে অনেক বেশি নম্বর পেয়েছিলাম এইটুকুই। কোনওরকম টেনশন হয়নি’।

উকিল হওয়ার সুপ্ত ইচ্ছা থাকলেও উচ্চমাধ্যমিকে ফেল করায় সেইদিকে পা বাড়ানোর সাহস করেননি অর্কপ্রভ। পরবর্তীতে গুরুদাস কলেজ থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করেছেন অভিনেতা।

কেরিয়ারের শুরুতে জুনিয়র আর্টিস্ট হিসাবে হাতেখড়ি হলেও বরাবরই অভিনেতা বা ফিল্মমেকার হতে চেয়েছেন অর্কপ্রভ। অভিনেতার কথায়, ‘আমার জেনারেল নলেজ অর্জন করতে ভালো লাগে। ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করে দেখি’। বর্তমানে তোমাদের রাণী ধারাবাহিক অনেকটাই বদলে দিয়েছে অভিনেতার জীবন।