সত্যিই কি বন্ধ হচ্ছে ‘সন্ধ্যাতারা’? মুখ খুললেন খোদ নায়িকা অন্বেষা হাজরা

অন্বেষা হাজরা

দর্শকের মন খারাপ, মাত্র আট মাসেই বন্ধ হচ্ছে ‘সন্ধ্যাতারা। এমনটাই আন্দাজ করছেন সকলে। কারণ স্টার জলসার তরফ থেকে নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’ সময় সামনে আনা হয়েছে। আর এই ধারাবাহিককে দেওয়া হয়েছে সন্ধ্যাতারা’র স্লটে। ধারাবাহিক শেষ হবে না সময় পরিবর্তন হবে? এই নিয়েই ধোঁয়াশায় রয়েছে অন্বেষা হাজরা’র ভক্তরা।

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন ‘সন্ধ্যাতারা’র স্লটে আনা হল ‘বঁধুয়া’? প্রশ্ন ধারাবাহিকের দর্শকের। দর্শকেরা ভেবেছিলেন ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকের স্লটে আনা হবে নতুন ধারাবাহিককে। কিন্তু সেটা ভুল। চ্যানেল ফ্লপ সিরিয়াল  ‘তুমি আসে পাশে থাকলে’-এর বদলে ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের স্লটে দেন নতুন ধারাবাহিকটি। যা দেখে ক্ষোভপ্রকাশ করেন দর্শকেরা।

তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে ‘সন্ধ্যাতারা’? এই প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন নায়িকা অন্বেষা হাজরা। হিন্দুস্তান টাইমস বাংলারকে অভিনেত্রী জানিয়েছেন, ‘আজ আমাদর ছুটি ছিল, আগামিকাল শ্যুটিংয়ে গেলে হয়ত বিষয়টা স্পষ্ট করে জানতে পারব। সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে আপতত চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে আমাকে কিছু জানানো হয়নি’।