অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, বাংলা জগতের একজন অত্যন্ত সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী। বাংলা ছাড়াও একাধিক ভাষায় কাজ করেছেন। অভিনয় জগতে বিদায় জানিয়ে হাল ধরেছিল ‘দিদি নাম্বার ১’-এর। বর্তমানে তার শো বাংলার সবচেয়ে নাম্বার ১ রিয়েলিটি।
এই শোয়ের হাত ধরে বাংলা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। বিকেল বেলায় প্রিয় দিদিকে দেখতে সকলেই টিভির পর্দায় মুখিয়ে থাকেন। তবে একজন সঞ্চালক হিসাবে নিজেকে সীমাবদ্ধ রাখেন নি, বরং পরবর্তীকালে নিজের ব্যবসা চালু করে এবং নিজের কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠিত হন শাড়ি ব্যবসায়ী হিসাবে।
যার এত নামডাক তার আসল নামটা কি জানেন? দর্শকের তাকে ‘রচনা’ হিসাবে চিনলেও আদতে তার নাম কিন্তু রচনা নয়। ইন্ডাস্ট্রিতে এসে নাম পরিবর্তন করেন অভিনেত্রী। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন পরিচালক সুখেন দাসের নাম পছন্দ হয়নি, তার নাম পরিবর্তন করে তিনি রাখেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে সকলেই অভিনেত্রীকে রচনা হিসাবে চেনেন।
যাকে আপনারা রচনা হিসাবে এত ভালোবাসা দিয়েছেন তার আসল নাম হল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তবে এখন তার আসল নামটি জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না।