বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় নায়িকা অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। তবে মোটা হয়ে যাওয়ার জন্য কাজ পাচ্ছেন না একসময় জনপ্রিয় নায়িকা। যিনি ‘রাজযোটক ‘, ‘এখানে আকাশ নীল’ এর মতো ধারাবাহিকের নায়িকা ছিলেন।
বাংলায় তেমন কাজ না পেলেও ত্রিপুরায় একটি বিপণনী সংস্থার হোডিংয়ে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রী আপাতত তার সংসার নিয়ে ব্যস্ত। বাকি সময় ভিডিওতে রোজনামচা ব্লগ করেন তিনি। তবে এবার তার আরও একটি প্রতিভা রয়েছে যা অনেকেরই অজানা।
নিজের প্রতিভা এবার সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন অনামিকা। অনামিকার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ের চিত্র, যার খোলা চুল, সঙ্গে রয়েছে গোলাপ। অভিনেত্রী যে চিত্রশিল্পী হিসাবে পটু তার প্রমাণ মিলল।
অনামিকা ক্যাপশনে লেখেন, ‘সবসময় এমন কিছু থাকবে যা আমি করতে পারবো না, কিন্তু আমি অনেক কিছু করতে পারি, এমন কি যদি সেটা নিখুঁত না হয় তাও। এটাই হয়তো শিক্ষা। সুন্দর হতে গেলে সব কিছু ত্রুটিহীন হওয়ার দরকার নেই।’ শুধু ছবির নয়, সঙ্গে নিজেরও একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ওই, ‘আর্ট ও আর্টিস্ট’ আর কি!
View this post on Instagram