বড্ড অহংকার! নায়িকার সঙ্গে ছবি তোলায় নারাজ জিতু কমল, কি এমন ঘটল ‘চিরদিনই তুমি যে আমার’ এর শুটিং সেটে?

চিরদিনই তুমি যে আমার

টিভির পর্দায় এই মুহূর্তে দর্শকের অন্যতম পছন্দের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গল্পে আর্য-অপুর জুটি দুর্দান্ত হিট। মুখ্য ভূমিকায় জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ এর সেটে জিতু কমলের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। আচমকা কি এমন ঘটল?

পুরোদমে কাজ চলছিল ধারাবাহিকের ফ্লোরে। শট দিতে ব্যস্ত দিতিপ্রিয়া। শুট শেষ হতেই শুরু হয় ছবি নায়ক-নায়িকা একসঙ্গে তোলার প্রস্তুতি। তবে আচমকাই দিতিপ্রিয়ার সাথে ছবি তুলতে অস্বীকার করে বসেন জিতু কমল। কাউকে কিছু না বলেই চলে যান মেকআপ রুমে। কিন্তু কেন এমন ব্যবহার করলেন জিতু?

শুটিং সেটের গুঞ্জন বলছে, দেরি করে আসায় দিতিপ্রিয়ার উপর বিরক্ত ছিলেন জিতু। বরাবরই কারও জন্য অপেক্ষা করা নাকি মোটেই পছন্দ নয় তার। তাই নায়িকার সঙ্গে ছবিতেই থাকতে চাইলেন না জিতু। অবশেষে নায়িকা দিতিপ্রিয়ার একারই ছবি তোলা হয়।

জিতুর এমন আচরণে অস্বস্তিতে পড়েন দিতিপ্রিয়াও। ইউনিটের অনেকেই জানিয়েছেন, কাজ শেষ হতেই ফ্লোর ছেড়ে বেরিয়ে যান জিতু। শুটিং ছাড়া বাকি কলাকুশলীদের সঙ্গে খুব একটা মেশেন না, কিংবা সেটের ক্যাজুয়াল পরিবেশেও যোগ দেন না বলেই অভিযোগ জিতুর প্রতি।

সুত্রঃ https : //tollygossip. com /