বর্তমানে সকলের কাছে তিনি ‘পরাগ’ নামেই বেশি পরিচিত। সদ্যই পর্দা থেকে বিদায় নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। তবে সিরিয়ালপ্রেমী দর্শকের কাছে আজ অব্দি ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের দ্রোণ মুখোপাধ্যায়ের পরিচয় একটাই তা হল পরাগ। টেলিভিশনে কাজ করছেন প্রায় ১৬-১৭ বছর।
তবে এই পরিচিতি গড়ে তুলতে কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেতাকে। শূন্য থেকে যাত্রা শুরু করে আজ এই জায়গায় এসে পৌছানর পিছনে রয়েছে অভিনেতার স্ট্রাগলের নানা কথা। যা টেলিটক নামক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানায় তার সেই স্ট্রাগল পিরিয়ডের কথা।
মফস্বল থেকে উঠে আশা ছেলেটি কলকাতায় এসেছিলেন মূলত পড়াশোনা করতে। সেখান থেকেই অভিনয়ের প্রতি অদম্য ইচ্ছা জাগে অভিনেতার। তারপরেই শুরু হয় লড়াই। এই লড়াইয়ে অনেক ওঠাপরাও ছিল তার। এমনকি বিরুপ সমালোচনা, অপমান, লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে তাকে। এমনও দিন গেছে চোখের জল ফেলতে ফেলতে শুটিং ফ্লোর থেকে বেরিয়েছেন।
কিন্তু কি এমন ঘটনা ঘটে অভিনেতার জীবনে? অভিনেতার কথায়, কোন একটি গল্পে লিড কাস্টে অভিনয় করছিলেন দ্রোণ মুখার্জি। বিপরীতে থাকা অভিনেত্রীর সঙ্গে কোন একটি ইমশনাল সিন শেষে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিলেন অভিনেতা। আর সেই মুহূর্তেই পরিচালক এসে দু-চার কথা শুনিয়ে দেয় অভিনেতাকে। রোজ অটো করে ফেরা সেই ছেলেটি সেদিন ঠিক করে ট্যাক্সি করে ফিরবে এবং সেদিনের তার কি ভুল ছিল তা বুঝতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন দ্রোণ মুখার্জি। তারপর থেকে আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।