জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের স্রোত-সার্থক জুটি দারুণ জনপ্রিয় ছিল দর্শক মহলে। ধারাবাহিক শেষ হতেই দর্শকের দাবি ছিল আবার কবে একসঙ্গে দেখা যাবে স্রোত-সার্থক জুটিকে।
তবে অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনেও স্রোত ওরফে স্বপ্নীলা চক্রবর্তী এবং সার্থক ওরফে মৈনাক ঢোলের বন্ধুত্ব জমজমাট ছিল। কাজের ফাঁকে একসাথে রিল ভিডিও বানাতে দেখা যেত দুজনকে।
‘মিঠিঝোরা’র পর সেভাবে কখনো একসঙ্গে দেখা যায়নি মৈনাক স্বপ্নীলাকে। বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিশেষ ইঙ্গিত দিলেন স্বপ্নীলা। ক্যাপশনে স্বপ্নীলা লিখেছেন, ‘সামথিং ইস কুকিং!’
অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই আন্দাজ করছে আবারও কি নতুন কোন ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে তাদের। দর্শকের আবদার রাখতে কি একসঙ্গে পর্দায় ফিরবে স্রোত-সার্থক জুটি।
আবার অনেকে মনে করছে নাকি সিরিয়ালে একসাথে কাজ করতে গিয়ে রিল লাইফের প্রেম রিয়েল লাইফেও পূর্ণতা পেতে চলেছে। যদিও স্বপ্নীলার দেওয়া ইঙ্গিত এখনও স্পষ্ট নয়। তাই এই মুহুর্তে এই বিষয়ে আন্দাজ করে কিছুই বলা যাচ্ছে না।