অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। যাকে দর্শক শেষবারের মত জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে শিমুলের সহচরীর চরিত্রে দেখেছেন। বর্তমানে অবশ্য জনপ্রিয় রান্নার শো ‘রাঁধুনি’ তে সঞ্চালিকা হিসাবে রয়েছেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘ ১৩ বছর। ‘গানের ওপারে’ সিরিয়ালের হাত ধরে শুরু হয় অভিনয় জীবন। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি। নিজের অভিনয় দক্ষতার জন্যই বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। একাধিক সিনেমাতেও দেখা যায় অভিনেত্রীকে।
তবে এত বছরের কেরিয়ারে, দর্শক তাকে শুধু একজন ভালো মা, ভালো মেয়ে, তথাকথিত ভালো চরিত্রেই দেখতে বেশি পছন্দ করেন। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী বাসবদত্তা।
বাসবদত্তার কথায়, ইন্ডাস্ট্রিতে অনেক পরিচালকদের কাছ থেকে অনেক সময় আমাকে শুনতে হয়েছে যে আমার মতো চরিত্র পেলে দেওয়া হবে, কিন্তু আমার মতো চরিত্রটা ঠিক কী?
অভিনেত্রীর মতে, একই ধরনের চরিত্রের মধ্যে যদি অভিনেতাকে বেঁধে দেওয়া হয়, সেটা অনেক সময়ই ভালো লাগে না তার করতে। সেটা করতে করতে একঘেয়ে বোধ হয়। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে সব রকম চরিত্র করতেই ইচ্ছা করে। তাই কোথাও গিয়ে যখন কেউ ভেবে নেন যে, আমাকে একই ধরনের চরিত্র দেখা যাবে, সেই ভাবনাটাতে আমার একটু আপত্তি রয়েছে।