বাড়িতে অতিথি আসলে কী খাওয়ান সৌরভ গাঙ্গুলি? জানলে অবাক হবেন

সৌরভ গাঙ্গুলি

সম্প্রতি Your Food Lab কুকিং চ্যানেলে অতিথি হিসাবে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি। শেফ সঞ্জোত কীর এদিন সৌরভের কাছে নানা ধরণের প্রশ্ন রাখেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, ‘ধরুন আপনার বাড়িতে কোনো অতিথি এসছে। আর আপনাকে বাঙালি খাবার খাওয়া হবে। তাহলে কি কি খাওয়াবেন?’

প্রশ্ন উত্তরে দাদা বলেন, বাড়িতে অতিথি এলে আমি পোলাও-মটন, লুচি আর ছোলার ডাল, আলু পোস্ত, ফিশ ফ্রাই, ইলিশ। আর শেষপাতে মিষ্টি দই, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, কমলাভোগ’ খাওয়াব।

দাদা লম্বা বাঙালি লিস্ট শুনে তো হতবাক নেটিজেন। অনেকে বলেছে, ‘দাদা খাদ্যরসিক মানুষ’।

 

View this post on Instagram

 

A post shared by Your Food Lab (@yourfoodlab)