মিঠাই আর সিদ্ধার্থর একমাত্র ছেলে শাক্য কে মনে আছে? এখন অবশ্য তার আরও একটা পরিচয় আছে। যে কিনা অনর্গল কবিতা বলেই অপরাধীকে ধরিয়ে দিতে সাহায্য করে। হ্যাঁ, নাম হচ্ছে ‘বনবন’ থুরি ধৃতিষ্মান চক্রবর্তী।
ওয়েব সিরিজ ‘গোরা ২’-এ ইতিমধ্যেই তাকে বনবন হিসাবেই দেখেছেন দর্শক। ‘গোরা’ গোয়েন্দাকে রহস্যের সমাধান করতে বনবন একাই একশো।
ডিপিএস নিউটাউন স্কুলের পড়ুয়া ধৃতিষ্মান। মাত্র সাত বছর বয়সেই ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’ ছবিতেও কাজ করেছে এই খুদে শিল্পী।
নিজে এতভালো অভিনয় করা সত্ত্বেও ভবিষ্যতে সে অভিনেতা হতে চায় না। তাহলে বড় হয়ে কী হতে চায় ধৃতিষ্মান? বড় হয়ে গান নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে ধৃতিষ্মান।
কোন এক সাক্ষাৎকারে খুদে শিল্পী জানায়, ‘আমার গান গাইতে ভালো লাগে। আমি বড় হয়ে অনেক বড় রকস্টার হতে চাই। অরিজিৎ সিংয়ের মতো রকস্টার হব।’ তবে ধৃতিষ্মানের পছন্দের নায়ক রণবীর কাপুর, আমির খান, শাহরুখ খান।