‘বাড়ির বাইরে অভিনয়ের পোশাকটা ছেড়ে আসি…’ অভিনয় নিয়ে কি বললেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি

ফাল্গুনী চ্যাটার্জী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে অনেকদিনের সম্পর্ক অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী’র। তিনি হলেন আবির চ্যাটার্জীর বাবা। এই মুহূর্তে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় বসলেন অভিনেতা। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বাড়ির সকলেই যখন অভিনয় জগতের সঙ্গে যুক্ত তখন দিনশেষে বাড়ি ফিরে পরিবারের সকলের সাথে গল্প আড্ডা হয়। নাকি তখনও চরিত্রের মধ্যেই ঢুকে যান?

অভিনেতা বলেন, ‘কখনোই না, আমরা বাড়ির বাইরে অভিনয়ের পোশাকটা ছেড়ে আসি। বাড়িতে আমরা সাধারণ মানুষ। অভিনেতা হলেও আমাদেরও তো ব্যক্তিগত জীবন আছে। তাই খাবার টেবিলে অভিনয়ের প্রসঙ্গের বদলে খুব স্বাভাবিক আলোচনা হয়।’