‘সব কিছু বদলে গেল… হলাম তোমার ললিতা’, ঋতাভরী থেকে ললিতা হয়ে ওঠা নিয়ে কি বললেন অভিনেত্রী?

ঋতাভরী চক্রবর্তী

টলিউডের নামকরা অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরী চক্রবর্তী। ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু হলেও আজ অভিনেত্রী বড়পর্দার পরিচিত মুখ। আজও দর্শকের কাছে অভিনেত্রী সবচেয়ে বেশি পরিচিত ‘ওগো বধূ সুন্দরী’র ললিতা চরিত্রে। সাধারন পরিবারের মেয়ে থেকে ললিতা হয়ে ওঠার গল্পটা একটু অন্যরকম।

জীবনের ৩৩টি বসন্ত পার করে দেওয়ার পরও ফের আরও একবার অল্পবয়সের জীবনে ফিরে গেলেন অভিনেত্রী। সম্প্রতি ঋতাভরী সমাজ মাধ্যমের পাতায় বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেছেন।

যারমধ্যে দু তিনটি ছবিতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রীর প্রথম অভিনীত ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মুহূর্ত। ছবিগুলি পোস্ট করে ফেলে আসা দিন গুলো সম্পর্কে ঋতাভরী লেখেন,

‘এক সময় আমি ছিলাম এক স্বপ্ন ভরা কিশোরী। স্বপ্ন ছিল একদিন আকাশে উড়ব, নিজের মতো করে জীবন কাটাব, নিজের বাড়াবাড়ির জন্য কখনও ক্ষমা চাইব না। তারপর একদিন সব কিছু বদলে গেল, আমি হলাম তোমার ললিতা। তোমাদের ভালবাসা আমার জীবনকে করে তুলেছিল এক রূপকথার মতো।’

‘একটা সময় সমাজের বাধা ভেঙেছে, নিজের মতো করে সবকিছুই চলেছে। অবিচার, বিচার সমালোচনা, অপারেশন, শরীর নিয়ে বিদ্রুপ কোনও কিছুই আমাকে ভাঙতে পারেনি। কষ্ট পেয়েছি, কিন্তু ভেঙে পড়েনি।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি হার মানি না। হার মানে আমার অভিধানে নেই। তাই আমি কোথাও যাচ্ছি না। আমি ধীরে ধীরে তোমাদের বাঙালি ক্রাশ বা কুইন যাই বলো না কেন হয়েছি। আমি এসব কিছুই গর্বের সঙ্গে গ্রহণ করি। পরের অধ্যায়ের জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত।’