দেখতে দেখতে একমাস পেরিয়েছে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের। এর আগেও একাধিক ইন্টারভিউতে বিচ্ছেদ নিয়ে নানা কথা বলেছেন সুস্মিতা- সব্যসাচী। ফের আরও একবার স্বামী সব্যসাচীর দিকে আঙ্গুল তুললেন অভিনেত্রী সুস্মিতা।
একসময় রাস্তার ফুটপাতে রাত কাটালেও কারোর কোন সাহায্য ছাড়া নিজের দমে আজ সফল অভিনেত্রীর তালিকায় নাম লিখিয়েছেন সুস্মিতা। এমনকি বিয়ের পরও স্বামীর কাছে কোনোদিন হাত পাতেননি। উল্টে নিজের স্বামীকে খাওয়ানো পড়ানোর ক্ষমতা রাখেন বলেই দাবি করেছেন সুস্মিতা।
সম্প্রতি সিটি সিনেমা নামক একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ঠিক কতটা জরুরী? উত্তরে সুস্মিতা বলেন, ‘আমি ১৮ বছর বয়স থেকেই মা বাবার কাছ থেকে টাকা নি না। এমনকি আমি বিয়ের পরেও স্বামীর টাকায় কিছু করিনি। নিজের উপার্জনে খাওয়া পড়ার খরচ চালিয়েছি। আর একজন মেয়েও তার স্বামীর দায়িত্ব নিতে পারেন।’
সুযোগ বুঝে স্বামী সব্যসাচীকে খোঁচা মারতে ছাড়লেন না অভিনেত্রী। অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেরই ধারণা তবে কি অর্থের অহংকারই ছিল বিচ্ছেদের আসল কারণ?