‘বাবাই ওর জীবনে সব’ ছোট্ট শাহিদার বেড়ে ওঠা নিয়ে কি বললেন সুদীপ্তা?

সুদীপ্তা চক্রবর্তী

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও পরিচালক অভিষেক সাহার একরত্তি কন্যা শাহিদা নীরা। বছর নয়ের শাহিদা মায়ের আদুরে কন্যা হলেও বাবার সঙ্গেই বেশি বন্ধুত্ব তার। সম্প্রতি পেরেন্টিংয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী  নিজের মতামত শেয়ার করেন সকলের সাথে।

সুদীপ্তার কথায়, ‘পৃথিবীতে কোনও মায়েরই একার দায়িত্ব নয় সন্তানকে মানুষ করা। প্রচুর পুরুষও এই কাজ সগৌরবে করেন। তাঁদের সমস্ত কাজ সামলেই করেন। যাঁরা করেন না তাঁরা অত্যন্ত অন্যায় করেন। আমার মেয়েকেও আমি একা বড় করছি না। দু’জন মিলেই সবটা সামলাচ্ছি।’ এমন কথাতেই বিশ্বাসী অভিনেত্রী।

মা হওয়ার মুহূর্তটা আজও সুদীপ্তার কাছে ভীষণ স্পেশাল। তবে অভিনেত্রীর কথাতেই স্পষ্ট যে মায়ের থেকে বাবার কাছেই থাকতে বেশি পছন্দ করা শাহিদা। অভিনেত্রীর কথায়, ‘আমায় তবু ভয় পায় একটু। আর বাবার কাছে যাবতীয় নালিশ, আবদার। স্নান করানো, চুল আঁচড়ানো, খাইয়ে দেওয়া। সবেতেই বাবা ডাকটা প্রথম আসে। ওর সব কিছুই বাবা। সত্যি বলতে অভিষেক আমার থেকে অনেক বেশি করে ওর জন্য।’

তবে ছুটির দিন গুলো মায়ের সঙ্গে নানা স্বাদের সিনেমা দেখে সময় কাটায় ছোট্ট শাহিদা। আপাতত বাবা-মায়ের সঙ্গে দারুণ কাটছে ছোট্ট শাহিদার।