‘এ কেমন ভালোবাসা কে জানে?’ স্বামী অগ্নিদেবকে নিয়ে কি লিখলেন সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায়

বয়সে ২১ বছরের বড় হলেও সুদীপা-অগ্নিদেবের দাম্পত্য জীবনের পথে কোনদিনই বাঁধা হয়ে দাঁড়ায়নি। তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুদীপা লিখলেন, ‘এ কেমন ভালোবাসা কে জানে?’

সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সুদীপা-অগ্নিদেব। ছবি দেখে বোঝাই যাচ্ছে একে অপরের মাঝে প্রেমের সম্পর্ক ঠিক কতখানি মজবুত।

‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে আলাপ দুজনের। সেখান থেকেই ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক-প্রযোজকের প্রেমে পড়েন সুদীপা। ২০১০ সালে সামাজিক ভাবে বিয়ে সারলেও আইনিভাবে বিয়ে সারেন ২০১৭ সালের জানুয়ারি মাসে। বর্তমানে তাদের একটি ছেলেও রয়েছে, তার নাম আদিদেব।

এরআগে যদিও অগ্নিদেব বিয়ে করেছিলেন। অগ্নিদেবের প্রথম স্ত্রী দেবযানী। অগ্নিদেব- দেবযানীর একটি ছেলেও আছে। তার নাম আকাশ। দেবযানীর সঙ্গে বিচ্ছেদ হলেও প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গে আজও সুসম্পর্ক রয়েছে সুদীপা-অগ্নিদেবের সাথে।