এই মুহূর্তে স্বামী অগ্নিদেব ও ছেলে আদিদেব কে নিয়ে সুখে সংসার সুদীপা চট্টোপাধ্যায়ের। কিন্তু আচমকাই কেন এমন পোস্ট করলেন অভিনেত্রী? সম্প্রতি নিজের বেডরুম থেকেই তোলা একই টিয়া পাখির ছবি পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে একটা বার্ড ফিডার। আর গাছের উপর বসে একটা টিয়াপাখি।
সুদীপা ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিটি আমার শোওয়ার ঘর থেকে তোলা- ওটা মিঠু আমার বাচ্চা টিয়াপাখি। সর্বশক্তিমান ঈশ্বর আমার কাছে আহত মিঠুকে পাঠিয়েছিলেন। এবং সঠিক ওষুধ ও যত্নের পর, আমি তাকে তার স্বাধীনতা দিয়েছিলাম, যা তার প্রাপ্য…।’
‘প্রতিদানে সে দিনে দু’বার আমার কাছে ফিরে আসে। আমাকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকে, এখন বিকেলে, সে আমাকে বিদায় জানাতে ডাক দিল। সে এখানে, আমার বারান্দায়, তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে থাকতে পছন্দ করে, আমাদের বারান্দার ঠিক বিপরীতের একটি গাছে।’
সুদীপা পোস্টে আরও লেখেন, ‘সে আমাকে একটা শিক্ষা দিয়েছে। তোমার ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করো না। তাদের স্বাধীনতা দাও, তারা তোমার কাছে ফিরে আসবে। যদি তারা না ফিরে আসে – তার মানে, তারা কখনোই তোমার ছিল না। এটা তাহলে ছিল একতরফা ভালোবাসা।’
সুদীপার প্রেমের গল্পও কিন্তু ভীষণ মিষ্টি। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে আলাপ সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক-প্রযোজক, ২১ বছরের বড় অগ্নিদেবের প্রেমে পড়েন সুদীপা।
View this post on Instagram