জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের স্রোতস্বিনী দর্শকের বেশ পছন্দের একটা চরিত্র। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী । নেগেটিভ চরিত্রের হাত ধরেই পর্দায় পা রাখেন। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ভিলেন হিসেবে প্রথম দেখা যায়। এই ধারাবাহিকের তার অভিনয় প্রশংসা পায় এবং পরবর্তীকালে কন্যাদান ধারাবাহিকে বড় ব্রেক।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের জীবনের দুঃখজনক ঘটনা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। খুব ছোটবেলাতেই মাকে হারিয়েছে স্বপ্নীলা। ছোট থেকেই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে তাকে।
অভিনয় জগতে আসার স্ট্রাগলের সময়তেই মায়ের ক্যান্সার ধরা পড়ে, শেষ মুহূর্তে ধরা পরায় তাকে আর বাঁচানো চানো। পর্দায় মেয়ের সফলতা দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা। সেই আক্ষেপও জানিয়েছেন স্বপনীলা।