হাসপাতাল থেকে ফিরেই সৌমিতৃষার জন্য উপহার! প্রি-বার্থডে সেলিব্রেশনে বয়স্কা অনুরাগীকে কি বললেন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুন্ডু

আগামী ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জন্মদিন। কিন্তু জন্মদিন আসার আগেই প্রি-বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠিত হল। সম্প্রতি টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা এসেছেন সৌমিতৃষার বার্থ ডে সেলিব্রেশনের এই অনুষ্ঠানে। যদিও এই অনষ্ঠানে ইন্ডাস্ট্রির কেউই উপস্থিত ছিলেন না, শুধুমাত্র তার অনুরাগীরা ছাড়া।

তাকে দেখেই অভিনেত্রী বলে ওঠেন, ‘কেমন আছ? শরীর কেমন আছে?’ উত্তরে বাকিরা বলেন ‘৬ দিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ শুধু তোমার জন্য এসেছে।’ যা শুনে রীতিমত চমকে ওঠেন মিঠাইরানী। এমনকি অভিনেত্রীর জন্য উপহার হিসাবে একটি ব্রেসলেটও দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

অভিনেত্রী তাকে প্রণাম করে ভালোবেসে দেন সাথে খুব করে বকেও দেন। বলেন, ‘প্রাণ ভরে আশীর্বাদ করলেই হবে। আর কিছু এনো না কখনও। তোমার কথা আমার মনে আছে। কিন্তু তুমি আসবে ভাবিনি।’

সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা নিজেও প্রি বার্থডে সেলিব্রেশনের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাকে বলতে শোনা যায়, ‘এত মেল, মেসেজ পেয়েছি তাই ভাবলাম এই প্ল্যান মিট করি।’

ভিডিয়োতে দেখা গেল লাল ড্রেস পড়ে অনুরাগীদের দেওয়া ফুলের মুকুট পড়ে কেক কাটেন সৌমিতৃষা। নিজে হাতে সকলকে কেক খায়িয়ে দিচ্ছেন সে।