
টেলিভিশনের পর্দায় হোক কিংবা বড়পর্দা, সোনালী চৌধুরী কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ধ্রুব ওরফে আদৃত রায়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন সোনালী। তার চরিত্রের নাম তপতী।
সম্প্রতি শুটিংয়ের ফাঁকেই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হলেন সোনালী চৌধুরী। ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে কথা বলতেই সোনালি বলেন, ‘তপতী মিত্র একজন মেধাবী স্টুডেন্ট ছিল। ল-এর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সে।’
‘ওকালতি করার ইচ্ছা থাকলেও সংসারের তাগিদে তাকে ছাড়তে হয়েছে সবকিছু। মুখ বুজে সবটা মেনে নিয়েছিল, কিন্তু এতদিন সংসার করার পর স্বামী অন্য মেয়ের কাছে চলে গেছে। সেই ধাক্কা মানতে পারেনি তপতী, ঘুরে দাঁড়িয়েছে এবং আবার ওকালতি শুরু করেছে।
সোনালী আরও বলেন, ‘শুধু ধারাবাহিকের চরিত্র বললে ভুল হবে, বাস্তব জীবনেও এমন অনেক মেধাবী ও পরিশ্রমী নারীরা সংসারের জন্য নিজের ইচ্ছা এবং পেশাকে জলাঞ্জলি দিতে বাধ্য হয়। সবার ঘুরে দাঁড়ানোর সাহস হয় না তপতীর মতো। কিন্তু নিজেকে একটু ধাক্কা দিয়ে ওই সাহসটুকু ফিরিয়ে আনতে পারলেই নতুন করে আবার জীবন শুরু করা যায়।’