বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোমা ব্যানার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা মা-কাকিমাকিংবা শাশুড়ি মায়ের চরিত্রেই বেশি দেখেছি। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার মিত্তির বাড়ি এবং দাদামণি ধারাবাহিকে।
ধারাবাহিকে কাজ করলেও নাট্যমঞ্চটা অভিনেত্রীর বরাবরই একটু বেশি পছন্দের। তাই ১৮ বছর পর আবারও নাট্যমঞ্চে ফিরে গিয়েছেন অভিনেত্রী। তাই বলে বাংলা ধারাবাহিকের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোমা বলেন, ‘ধারাবাহিক থেকে সময় বার করে বিরতি নিয়ে মঞ্চে ফেরার জন্য অনেক সাহস লাগে। কারণ ধারাবাহিক আমাদের আর্থিকভাবে অনেক সাহায্য করে। আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার রসদ এই ধারাবাহিক। তাই সেখান থেকে বিরতি নিয়ে থিয়েটার মঞ্চে অভিনয় করতে অনেক বার ভাবতে হয়েছে। অনেক সাহস নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। আর ধারাবাহিকের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এখন যেখানে কাজ করছি তারা আমাকে অনেক ভাবে সাহায্য করেছে বিরতি নিতে। এমনকি ধারাবাহিকে প্রতিদিন নতুন নতুন চরিত্রে নানান রকম ভাবে অভিনয় করছি বলে আমার একটা অভ্যাস তৈরি হয়েছে। যেই অভ্যাস থিয়েটার মঞ্চে কাজে লেগেছে।’