
স্যোশাল মিডিয়ায় প্রায়শই নিজেদের নানান মুহূর্তের ছবি ভাগ করে থাকেন ছোটপর্দার শ্রুতি দাস ও স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি সঙ্গে তার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। পরিচালককে বিয়ে করা নিয়ে যথেষ্ট কটূক্তির শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।
এমনকি কাজ পাওয়ার আশায় নাকি স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে সেরেছেন, এমনটাও শুনতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু এসব কোন কথার তোয়াক্কা না করেই স্বামীর সঙ্গে সুখে শান্তিতে ঘর বেঁধেছেন শ্রুতি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রুতি। যেখানে দেখা যাচ্ছে স্বর্ণেন্দু গাড়ি চালাচ্ছিলেন,পাশে বসে শ্রুতি। ভিডিয়োটি পোস্ট করে শ্রুতি লেখেন, ‘স্টুডিয়োর বাইরে লুকিয়ে দেখা করা থেকে ওঁর ড্রাইভিং সিটের পাশে বসা।’ আজও স্বামীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত শেয়ার করে নিজেদের সম্পর্কের ভীত কতটা মজবুত তার প্রমাণ দিলেন।
View this post on Instagram