৪০ বছরের দাম্পত্যে স্ত্রীয়ের জন্মদিনে এই প্রথমবার স্ত্রীকে নিয়ে কি বললেন শিলাজিৎ?

শিলাজিৎ মজুমদার

দেখতে দেখতে ৪০ বছরের বৈবাহিক জীবন পার করে ফেলেছেন গায়ক শিলাজিৎ মজুমদার ও তার স্ত্রী ইলিনা মজুমদার। ৪০ বছরের দাম্পত্যে ওঠাপড়া থাকলেও এক মুহূর্তের জন্য শিলাজিৎ এর হাত ছাড়েননি ইলিনা। ১০ আগস্ট, রবিবার ছিল স্ত্রী ইলিনা মজুমদারের জন্মদিন। এদিন একেবারে অন্যরকম একটি পোষ্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গায়ক।

শিলাজিৎ এর পোস্ট করা ছবিটি একটু অন্যরকম। ছবিতে গাড়ির মধ্যে স্বামী-স্ত্রী দুজনকেই ঘুমিয়ে থাকতে দেখা যায়। খুব সাধারন একটি ছবি। ৪০ বছরের বৈবাহিক জীবনে এই প্রথম স্ত্রীকে নিয়ে কিছু বললেন গায়ক।

ছবিটি শেয়ার করে শিলাজিৎ লেখেন, ‘দিনটা স্পেশাল। ছবিটা অদ্ভুত। দাস্তা নিয়া কোনও এক ফাঁকে তুলেছে। প্রায় ৪০ বছর হয়ে গেল আমাদের আলাপের। কোনদিনই কেউ কাউকে শুভ জন্মদিন বলিনি। আজকেও বলছি না। কোনওদিন কোনও উপহার দিয়েছি বলেও মনে করতে পারছি না। আমি তো দিই না। আমরা একে অপরকে একটাই উপহার দিতে পেরেছি তার নাম ধি মজুমদার। সবাইকে সবসময় জাগ্রত থাকতেই হবে এরকম তো কোনও কথা ছিল না।’

দীর্ঘ ৪০ বছরের বৈবাহিক জীবনে স্ত্রীকে কোনও দামি উপহার দিতে নারাজ শিলাজিৎ। জন্মদিনে ‘আই লাভ ইউ’ বলার পরিবর্তে একসঙ্গে থাকাটাই গায়কের কাছে সব থেকে বড় উপহার। আর এইভাবেই স্ত্রীর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান গায়ক।