ডেইলি ভ্লগের দৌলতে বরাবরই শিরোনামে থাকেন অভিনেতা সায়ক চক্রবর্তী। নিত্যদিনের খুটিনাটি নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট দিতে থাকেন সায়ক। সম্প্রতি অভিনেতার পোস্ট করা ভিডিও জুড়ে তোলপাড় নেটপাড়া।
অপারেশন থিয়েটার বেডে শুয়ে থাকা অবস্থায় রয়েছেন সায়ক। যা দেখে উত্তেজিত অনুরাগীরা। আচমকা কি হল অভিনেতার? বেশ কিছুদিন আগেই একটি ভিডিওতে নিজের প্রচন্ড শারীরিক অসুস্থতার কথা ভাগ করে নিয়েছিলেন সায়ক। শরীরে বেশ কয়েকটি রোগ বাসা বেধেছে এমন্টাও জানান তিনি।
তবে হঠাৎ কি এমন হল যার জন্য হাসপাতালে যেতে হল অভিনেতাকে? সম্প্রতি ভিডিওতে সায়ক বলেন, ‘ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে চিকিৎসা করালাম।’ প্রাথমিক ভাবে ভিডিও দেখে মনে হচ্ছিল তিনি গুরুতর অসুস্থ। তবে বিষয়টি ঠিক তেমন নয়।
একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে ত্বকের চিকিৎসা করাতে গিয়েছিলেন সায়ক। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করাচ্ছেন সায়ক।