‘লোকে খিল্লি করে আমাকে বলে পাগলের ডাক্তার’, অভিনেত্রী হিসেবে নয় সমাজ সচেতন মানুষ হিসেবে কি জানালেন সন্দীপ্তা?

সন্দীপ্তা সেন

টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী সন্দীপ্তা সেন। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও ওয়েব সিরিজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী। অনেকেই হয়ত জানে না, সন্দীপ্তা কিন্তু একজন পেশাদার মনোবিদ।

সম্প্রতি আনন্দবাজার ডট কম কে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ্তা জানিয়েছেন সাধারণ মানুষেরা আসলে মনোবিদদের ঠিক কোন নজরে দেখেন। সন্দীপ্তা বলেন, আমাকে তো অনেকে খিল্লি করে পাগলের ডাক্তার বলে। খুব দুঃখজনক বিষয়টি। তার কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করতাম তখন সেখানে অনেক গ্রাম থেকে অনেকে মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে আসত, তাঁরা সন্তানদের নিয়ে খুবই চিন্তিত। গ্রামের মানুষেরা তাঁদের সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই চেতনা বোধ রয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘শহরের ক্ষেত্রে কী হয় আমরা এত বেশি হিপোক্রিসি করি যে কী হবে গিয়ে, আমি একদম ঠিক আছি এরকম একটা ভাব। মনের অবস্থা হয়তো খুবই খারাপ, কিন্তু সাইকোলজিস্টের কাছে যাব, এটা নিজেকে বোঝানোর যে চেষ্টা সেটা অনেকেই পারেন না। লোকে কী বলবে এটা ভাবতে ভাবতেই মানুষের অর্ধেকটা সময় চলে যায়।’

রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন সন্দীপ্তা। বহুদিন হাসপাতালের সাইকোলজি ডিপার্টমেন্টে প্রশিক্ষণের সূত্রে কাজ করেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই সন্দীপ্তা বলেন, ‘শরীরের যত্ন নেওয়ার কথা ভাবি, কিন্তু মনকে অবহেলা করি। সেটা বন্ধ করতে হবে। সাইকোলজিস্টের কাছে যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া—এই ধারণা যতদিন থাকবে, ততদিন মানুষের ভিতরের অন্ধকার দূর হবে না।’

 

View this post on Instagram

 

A post shared by anandabazar.com (@anandabazarsocial)