‘গল্পে লিপ চলে আসবে…সব শেষ’,….পরিণীতা সিরিয়াল নিয়ে একি বললেন রায়ান ওরফে উদয় প্রতাপ সিংহ

উদয় প্রতাপ সিংহ

বর্তমানে বাংলা টেলিভিশনের একজন সফল অভিনেতা হলেন উদয় প্রতাপ সিংহ। যাকে নিয়মিত আপনারা পরিণীতা ধারাবাহিকে রায়ান চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন। এর আগে বহু ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে মন জিতেছেন। নায়ক হিসাবে বাংলা টেলিভিশনে উদয়ের প্রথম কাজ।

বর্তমানে গল্পে দেখা যাচ্ছে, বউয়ের উপর ক্ষেপে রয়েছেন রায়ান কারণ তার ধারণা অফিসের সিনিয়রের পারুলকে পছন্দ করে। তবে পর্দায় পারুল আর রায়ানের মিল কবে হবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।

উদয় জানান,  প্রেম আছে, তবে কিছু জিনিসের ক্ল্যারিটি প্রযোজন। সবুরে মোয়া ফলে।…. যেদিন গল্প শেষের দিকে যাবে সেদিন অবশ্য়ই একটা টয় চলে আসবে। সব গল্পে সেটাই হয়। শেষে টয় (বাচ্চা) চলে আসে। চুল সাদা হয়ে যাবে, গল্পে লিপ চলে আসবে’। পারুলের কথায়, ‘আমাদের চোখে-মুখে প্রেম। মোমেন্ট ব্লিডআপ শেষ হলেই সব শেষ….’।