সদ্যই মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত ১৫ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। আপাতত মাতৃত্বকালীন এই সময়ে ছেলেকে নিয়ে দারুণ কাটছে চতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলেকে একটি ভিডিও শেয়ার করেন রুপসা।
চোখের তলায় কালি, কপালে চিন্তার ভাঁজ, ছেলেকে নিয়ে ভিডিওতে কি বললেন রুপসা? কেনই বা এত চিন্তিত সে? এই প্রসঙ্গে এই সময় অনলাইন-এর সাক্ষাৎকারে রুপসা জানান, ‘যে রিলটা পোস্ট করেছি ওটা এক্কেবারে আমার জন্য। সত্যি তো নিজেই এখনও ভেবে উঠতে পারছি না যে আমি মা হয়ে গিয়েছি। একটা ছোট্ট ছেলে কোলে নিয়ে বসে আছি। ওর সঙ্গে প্রতিটা মুহূর্ত সারা জীবনের সম্পদের মতো। সায়ন, আর আমার মা দু’জনে সাহায্য না করলে যে কী করতাম।’
ছেলের জন্য বেশিরভাগ সময় রাত জেগেই কাটাতে হয় তাকে। প্রতি মুহূর্তে ছেলের একটু একটু করে বড় হওয়া উপভোগ করছেন অভিনেত্রী। রুপসার কথায়, ‘এটা বোধহয় একটা মানুষের জীবনের সবথেকে বড় প্রাপ্তি।’
সম্প্রতি ছেলের ছবি সামনে আনলেও প্রকাশ্যে মুখ দেখাননি, নাই ছেলের নাম প্রকাশ করেছেন। রূপসা জানান, ‘ইচ্ছা আছে নাম প্রকাশটা একটু আনুষ্ঠানিক ভাবেই করব।’
View this post on Instagram