দেশের মাটি’ ধারাবাহিকের সেটে একসাথে অভিনয় করা থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই বন্ধুত্বের সম্পর্ক থেকেই রটে যায় রুক্মা রাহুল নাকি একে অপরের সাথে প্রেম করছেন। এই প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হলে বরাবরই উত্তর এসেছে তারা একে অপরের লখুব ভালো বন্ধু।
তবে তাদের সম্পর্ক নিয়ে এমন গুঞ্জনের জন্য কীসের কীসের সম্মুখীন হতে হয়েছে দুজনকে তা জনসমক্ষে জানালেন রুকমা। এদিন সহজ কথা পডকাস্ট শোতে উপস্থিত ছিলেন রুকমা রায়। সেখানেই রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুকমা বলেন, ‘রাহুল দা ভীষণ ভালো সহঅভিনেতা। গুড ভাইবস পাওয়া যায়। প্রচুর ভক্ত আছেন যাঁরা ওর আমার জুটিকে পছন্দ করেন না, আবার এমন প্রচুর ভক্ত আছেন যাঁরা ওর আমার জুটিকে ভালোবাসেন। অনেকেই ভাবেন যে ওর সঙ্গে আমার প্রেম আছে।
রুকমা আরও জানান, ‘দেশের মাটির শ্যুটিং চলছে তখন মা আমায় একদিন ফোন করে বলছে, শোন না পাশের একজন খুব চিন্তিত। বলছে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিন। যার সঙ্গে অভিনয় করছে সে। রাহুলের সঙ্গে প্রেম করছে কিন্তু। আমি জানি। মা বলছে আমার মেয়ে আমি জানি না? এসব কিছুই না। তাতে উনি বলেছেন আপনি কিছুই জানেন না। আমি সব জানি। ওই ছেলেটা রাহুল কিন্তু, সাবধান। মা আমায় বলছে কী উত্তর দেব জানি না। কিন্তু কী করা যাবে কেউ ভাবলে।’
রুকমার কথায় স্পষ্ট যে তারা প্রেম না করলেও খুব ভালো বন্ধু। একে অপরকে সখী বলে ডাকেন তারা।