‘ও তো পরিবারের সোনার ডিম পাড়া হাঁস… মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কি বললেন রত্না ঘোষাল?

রত্না ঘোষাল

বাংলা ছবির স্বর্ণযুগে মহুয়া রায়চৌধুরী’র নাম আজও জ্বলজ্বল করছে। তবে বাস্তবিক জীবন সমস্যার মধ্যে দিয়েই কেটেছে অভিনেত্রী। সেই সময় তার পাশে ছিলেন তার প্রাণের বান্ধবী রত্না ঘোষাল। তিনিও চলচিত্র জগতের একজন নামকরা অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয় বান্ধবীকে নিয়ে রত্না ঘোষাল জানান নানা কথা। রত্নাদেবীর কথা অনুযায়ী পারিবারির চাপে, অভিনয়ে সাফল্যের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন মহুয়া। তবে বরাবরই পাশে ছিলেন তার স্বামী তিলক চক্রবর্তী।

মহুয়া রায়চৌধুরী ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম, মহুয়ার রজগারেই সংসার চলত তাদের। তাই তার বাবা চাননি তার বিয়ে দিতে। এই প্রসঙ্গে রত্নাদেবী ক্ষোভ প্রকাশ করে জানান, ‘মৌ নিজেই বলেছিল, ওর বিয়ে দেওয়া হবে না। কারণ ও তো পরিবারের সোনার ডিম পাড়া হাঁস!’

মহুয়ার অকাল প্রয়াণে আজও শোকাহত রত্না ঘোষাল। সমাজের প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজের সুখের কথা ভেবে বিয়ের সিদ্ধান্ত নিলেও বেশিদিন আগলে রাখতে পারেননি তার সংসার, হঠাৎই মৃত্যু ঘটে মহুয়ার।