‘সম্পর্কের ভিতটাই যদি…’, টলি তারকাদের বিচ্ছেদ নিয়ে কি বললেন রাজা গোস্বামী?

 রাজা গোস্বামী

টলিপাড়ায় বেরেছে বিচ্ছেদের সংখ্যা। সদ্যই শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী সুস্মিতা রায় ও সব্যসাচীর বিচ্ছেদ। এর আগে কৌশিক- দীপশ্বেতা’র বিচ্ছেদের খবরও শোনা যায়। সম্প্রতি সম্প্রকের মান ও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজা গোস্বামী।

সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে রাজা লেখেন, ‘মানুষ যত উন্নত হয়েছে তত বেড়েছে বাড়ির উচ্চতা , আর অপরদিকে ততই কমেছে সম্পর্কের গভীরতা, আজকের দিনে এত বিচ্ছেদের একটা প্রধান কারণই হল সম্পর্কের গভীরতার অভাব, ভিতটাই যদি নড়বড়ে হয় তাহলে আর কী হবে।’

দুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করে মধুবনি লিখেছিলেন, যতই নিন্দুকেরা কুনজর দিক তাদের ভালবাসা নাকি আরও বাড়বে। রাজা ও মধুবনীর নানা মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে।