মাস পাঁচেক আগেই সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। প্রথমে বিষয়টিকে তারা অস্বিকার করলেও পরে সুদীপ নিজেই জানিয়েছিলেন তাদের দাম্পত্যজীবনে সমস্যার কথা। বেশকিছু সময় তাদের আলাদা থাকাও নজরে আসে নেটিজেনদের।
পরবর্তীতে ফের তাদের একসাথে দেখা গেলে অনেকেই ভাবেন তাহলে নিজেদের ঝামেলা মিটিয়ে আবারও একসঙ্গে সুদীপ-পৃথা। সম্প্রতি নেটিজেনদের এই ভাবনার খোলসা করলেন পৃথা।
সম্প্রতি ফেসবুকের স্টোরিতে নিজেদের একটি ছবি ভাগ করে নেন পৃথা। ছবি দেখে বোঝা যাচ্ছে, সুদীপের সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত পৃথা ও তাঁদের ছেলে। নিজেদের মধ্যেকার ঝামেলার কোন প্রভাব সন্তানদের উপর পড়ুক, তা একেবারেই চান না সুদীপ-পৃথা।
ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, সম্ভবত শুটিংয়ের জন্য বাইরে রয়েছেন সুদীপ। অন্যদিকে কলকাতায় ছেলেদেরকে নিয়ে আছেন পৃথা। সেখান থেকেই অভিনেতার সাথে চলছে কথোপকথন। ছবির ক্যাপশনে পৃথা লেখেন, “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”
পৃথার শেয়ার করা ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি তাদের বিচ্ছেদ নিয়ে যে আলোচনা হয়েছিল, সেগুলো কি সবটাই মিথ্যে? যদিও এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন সুদীপ-পৃথা। এই মুহুর্তে তাদের সম্পর্কের সমীকরণ বোঝা বেশ কঠিন।