
শুধু টেলিভিশন নয়, বড়পর্দা থেকে শুরু করে থিয়েটার এমনকি যাত্রার মঞ্চেও দাপিয়ে কজ করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। ছোট পর্দায় শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল দত্ত এন্ড বউমা ধারাবাহিকে অভিনয় করতে। এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। আচমকাই অভিনয় জগত থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে পাপিয়া বলেন, ‘আমার মতন একজন দাপুটে অভিনেত্রীকে কেন প্রযোজকেরা কাস্ট করে না সেটা তাদের ক্ষতি। আমার তাতে কোনো আক্ষেপ নেই।’
অভিনেত্রী আরও বলেন, ‘কৌশিক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে আগে যেকোনো ছবি রিলিজ হওয়ার আগে আমাকে ডেকে পরামর্শ নিত। সৃজিতও আমাকে সম্মান করে ভালোবাসে কিন্তু ওরা আমাকে কোনো ছবিতে নেয় না। আর অন্যদিকে শিবপ্রসাদ হয়তো ভাবছে আমার থেকে সেরকম কিছু পাবে না তাই ডাকছে না। আমি আসলে অনেক নাম করা অভিনেত্রী তাই হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না।’
বর্তমানে রাজনীতির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন পাপিয়া। তবে খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে এমনটাই খবর।