পর্দার বরের বিয়েতে নিমন্ত্রিত পর্ণা! শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে কি বললেন পল্লবী শর্মা?

পল্লবী শর্মা

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাসের আজ (১৯ শে জানুয়ারি) বিয়ে। তাদের বিয়ে নিয়ে শুরু থেকেই চর্চা হচ্ছে টেলি পাড়ায়। রুবেল এখন ছোটপর্দার সৃজন তো অন্যদিকে শ্বেতা ছোটপর্দার শ্যামলী। বিয়ের জন্য দুজনেই নিজেদের ধারাবাহিক থেকে কিছু সময়ের বিরতি নিয়েছে।

নিম ফুলের মধু’র সেট থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় সৃজন থুড়ি রুবেলকে। বিয়েতে নিমন্ত্রিত গোটা টিম। পর্দার বরের বিয়ে নিয়ে কি বলছেন স্ত্রী পর্ণা? সৃজনের বিয়ে নিয়ে ভীষণ উত্তেজিত পল্লবী। আপাতত সাজ নিয়ে বেশ চিন্তিত রয়েছে।

আনন্দ বাজার অনলাইনকে ছোটপর্দার পর্ণা জানান। ‘তৃতীয় রবিবার বিয়ে। ছুটি পাব কিনা জানি না। ছুটি পেলে ধারাবাহিকের সকলে এক সঙ্গে যাব। তখন সাজ আলাদা হবে। ছুটি না পেলে তার সাজ আলাদা।

পল্লবী আরও যোগ করেন,  ‘বিয়ের কার্ড দেখিনি। প্রীতিভোজের কার্ড হাতে পেয়েছি। বেশ অন্য রকম। আমার ভাল লেগেছে। মনে হচ্ছে যেন বাড়ির ছেলের বিয়ে। আমরা রুবেলকে আইবুড়ো ভাত খাইয়েছি।’