‘একজন মায়ের থেকে বাচ্চার ভালো কেউ বুঝবে না’, বিচ্ছেদের পর সন্তানদের আগলে রাখা নিয়ে কি বললেন নীলাঞ্জনা?

নীলাঞ্জনা শর্মা

এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে ‘নিনি চিনিস মাম্মা’ বলেই বেশি পরিচিত নীলাঞ্জনা শর্মা। যীশু সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়ে সারা আর জারাকে নিয়েই নিজের জগত তৈরি করে নিয়েছেন নীলাঞ্জনা। সম্প্রতি সারা-জারার মা হয়ে ওঠার স্ট্রাগলের গল্পই সকলের সঙ্গে ভাগ করে নিলেন।

রাত জেগে সন্তানের দেখাশোনা থেক্রে শুরু করে পড়াশোনা সমস্ত দায়িত্বই একা হাতে সামলেছেন। দেখাশোনার লোক থাকলেও, মায়ের ছোঁয়া যেন সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দিতে পারে বলেই বিশ্বাসী সে। দুই মেয়ের সঙ্গে নীলাঞ্জনার সম্পর্ক খানিকটা শাসন ও বেশিরভাগটাই বন্ধুত্বের সম্পর্ক।

অন্যদিকে দুই বোন একসাথে থাকলে যেমন ঝগরা করে তেমন একে অপরকে ততটাই ভালোবাসে। নীলাঞ্জনার কথায়, ‘জীবনে সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব কিছু টাকা-পয়সা দিয়ে পাওয়া যায় না।’

তবে মাতৃত্ব প্রসঙ্গে নীলাঞ্জনা স্পষ্ট জানান, ‘প্রতিটা মায়ের জার্নি আলাদা। যার যার মতো করে সুন্দর। সন্তান জন্মের মুহূর্তে দাঁড়িয়ে একজন মা যেটাই করেন, সেটাই বেস্ট। তাই কী করতে পারতে তা নিয়ে ভাবার দরকার নেই। আর কাউকে বিচার করার সুযোগটাও দেওয়া উচিত নয়। একজন মায়ের থেকে বাচ্চার ভালো কেউ বুঝবে না। এই স্ট্রাগলটা শুধুই একটা মায়ের। নিজেকে সাধুবাদ জানান। প্রতিদিন বলুন আমি আমার বেস্টটা দিচ্ছি।’

সন্তানদের কথা বলতে গিয়ে নীলাঞ্জনা জানান, ‘ওদের পাশে থেকে সমস্ত ছোট ছোট চাওয়া-পাওয়া গুলো পূরণ করা বাবা-মায়ের কর্তব্য। সুস্থ পরিবেশ দেওয়া এবং ইমোশনালি স্ট্রং করাটাও খুব দরকার। যাতে কঠিন লড়াইয়ে মাথা উঁচু করে চলতে পারে।’