‘মাকে দেখে তো আজও বহু মানুষ ক্রাশ খায়’,… মেয়ে অনুষার কথা শুনে কি বললেন মা মধুমন্তী মৈত্র?

অভিনেত্রী অনুষা বিশ্বনাথন

জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। যদিও বর্তমানে বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সদ্য মুক্তি পেয়েছে তার ছবি ‘গৃহস্থ’।

এদিন অনুষা ছবি মুক্তিড় দিন হাজির ছিল মা খ্যাতনামা সঞ্চালিকা মধুমন্তী মৈত্র।  এদিন আম অর্পিতা-কে দেওয়া সাক্ষাৎকারে এক ফ্রেমে বন্দী হয়ে অনেক আড্ডা দেন মা-মেয়ের জুটি।

আম অর্পিতা-কে দেওয়া সাক্ষাৎকারে অনুষা জানায়, ‘মাকে দেখে আজও বহু মানুষ ক্রাশ খায়, এতে মা আমাকে এখনও হারিয়ে দিচ্ছে, সারাজীবনই হয়ত হারিয়ে দেবে। আমার যদিও এতে কোনও সমস্যা নেই’।

মেয়ের এই কথা শুনে মজার ছলে মধুমন্তী বলেন ‘আমি জানি না, আমার সময়ে কতজন আমাকে পছন্দ করত! তবে অনুষাকেই দেখি এসে লোকজন এসব বলে, এটার কোনও মানেই হয় না। তখন বললে না হয় আমি একটা অ্যাকশন নিতে পারতাম।’ মা আর মেয়ের এই মিষ্টি বন্ধন মন কেড়ে নেয় অনুষাড় ভক্তদের।

সুত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/anusha-viswanathan-talks-about-her-mother-madhumanti-maitra-31742471580614.html