‘এই ভাবে আমার মেয়েকে কেড়ে নেবে ভাবিনি… যত দিন টাকা আছে’, নাতনি হওয়ার খবরে অহনাকে নিয়ে কি বললেন মা চাঁদনী

চাঁদনী গঙ্গোপাধ্যায়

মা মেয়ের দূরত্ব তৈরি হয়েছে বেশ অনেক দিন হল। মায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর তার ব্যক্তিগত জীবন টাইমলাইনে চলে আসে। অভিনেত্রী মা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন এক ডিভোর্সি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অহনা আর প্রেমিকের জন্যই মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন অভিনেত্রী।

রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে ১৮ বছরের অহনা দত্তর প্রেম কিছুতেই মেনে নিতে পারেননি মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তবে সেইসব ঝড় পেরিয়ে এসেছেন অহনা। বর্তমানে অহনা-দীপঙ্করের সংসারে এসেছে ছোট্ট লক্ষ্মী। ২৮জুলাই সোমবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অহনা। নাতনি হওয়ার পরেও কি এখনই মেয়ের উপর রাগ করে থাকবেন মা চাঁদনী?

আনন্দবাজার ডট কমই এই সুখবর প্রথম শোনাল অহনার মাকে। প্রথমে একটু চমকে গেলেও নিজেকে সামলে অহনার মা বলেন, ‘সব শিশুই ভাল। সবাই যেন সুস্থ থাকে। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। স্বামীর সাহায্য ছাড়া অহনাকে বড় করেছি। এই ভাবে আমার মেয়েকে কেড়ে নেবে ভাবিনি।’

নাতনি হওয়ার খবর পেয়ে নিজের মেয়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়লেন চাঁদনি। অহনার মা আরও বলেন, ‘প্রার্থনা করি অহনা অনেক টাকা রোজগার করুক। আর ওই রুপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক। কারণ যত দিন ওর কাছে টাকা থাকবে তত দিন ও ভাল থাকবে।’

চাঁদনী গঙ্গোপাধ্যায়

অন্যদিকে মায়ের আনন্দে উচ্ছ্বসিত অহনা-দীপঙ্কর। সদ্য বাবা হয়ে দীপঙ্কর বলেন, ‘কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। নামও ঠিক করে ফেলেছি। কিন্তু এখনই জানাতে চাই না।’