টিভির পর্দায় বাবা রাহুল কে দেখে কি করল ছোট্ট আয়রা? ভাইরাল খুদের ভিডিও

রাহুল মজুমদার

এখনও এক বছরও হয়নি, এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছোট্ট আয়রার কার্যকলাপ দেখতে মুখিয়ে থাকে নেটিজেনরা। ছোট পর্দার অতি পরিচিত মুখ রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের একমাত্র মেয়ে আয়রা। এদিন কী কাণ্ড ঘটাল ছোট্ট আয়রা?

কিছুদিন আগে প্রীতি বিশ্বাস একটি ভিডিয়ো পোস্ট করেছেন তার মেয়ের। সেখানে দেখা যাচ্ছে টিভিতে রাহুলের একটা মিউজিক ভিডিয়ো চলছে। আর সেটা দেখে আনন্দে লাফাচ্ছে খুদে আয়রা। টিভিতে বাবাকে দেখে যে সে দারুণ খুশি সেটা বোঝাই যাচ্ছে। মুখ দিয়েও নানা শব্দ করতে থাকে সে।

মেয়ের এই ভিডিয়ো শেয়ার করে প্রীতি লেখেন, ‘বাবাকে টিভিতে দেখে কী হল?’ ভিডিওটি শেয়ার হতেই অনেকেই ভালোবাসা জানিয়েছে ছোট্ট আয়রাকে।