‘মা আর বরের কাছে আমি ভিলেন…’, পরিবারের কাছের মানুষদের নিয়ে কি জানালেন কাঞ্চনা?

কাঞ্চনা মৈত্র

বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কাঞ্চনা মৈত্র। বেশিরভাগ মেগা সিরিয়ালে দাপুটে খলচরিত্র হিসাবে কাঞ্চনা কিন্তু বেশ পপুলার। কখনও তিনি হাজির হয়েছেন খুকুমণির দজ্জাল শাশুড়ি হিসেবে, কখনও আবার তাকে দেখা গিয়েছে জগদ্ধাত্রী ওরফে জ্যাসের সৎ মা শকুন্তলার চরিত্রে।

খলচরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেলেও কাঞ্চনা কিন্তু বাস্তব জীবনে প্রচণ্ড মজার মানুষ। টলিপাড়ার অন্যতম মিশুকে এবং প্রাণোচ্ছ্বল শিল্পী তিনি। একবার টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, পরিবারের মানুষরা আপনার পারফরম্যান্স দেখে কী বলেন?

কাঞ্চনা বলেন, ‘ও বাবা! বাড়ির লোকের কাছে আমি পৃথিবীর সেরা ভিলেন। আমার মায়ের কাছে আর কর্তার কাছে আমি পৃথিবীর সেরা ভিলেন।’

‘কারণ আমি আমার জীবনের যত রকম চাহিদা, ‘এটা চাই’, ’ওটা হয়নি কেন’, আসলে এগুলো তো বাইরে করতে পারি না। বাড়িতে এসে করি। তাই আমি বাড়িতে পৌঁছলেই ওরা তটস্থ হয়ে থাকে। আমি বাড়ি ফিরলেই বলে, ‘উফ বাবা! কেন তোর শুটিং তাড়াতাড়ি শেষ হল।’ তাই বাড়িতে আমি মাঝেমাঝেই ভিলেন।’

শুধু একেরপর এক হিট সিরিয়ালই নয় দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনে কাঞ্চনা অভিনয় করেছেন ৩০ টিরও বেশি সিনেমাতে।